ঝিনাইগাতীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

ঝিনাইগাতীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খোরশেদ আলম,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এডুকেশন স্টুডেন্ট ট্রাস্ট’র উদ্যোগে এ উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে ৬ নভেম্বর সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বেস্ট’র এর প্রধান উপদেষ্টা মো. গোলাম মোস্তফা জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুর রহমান, কবি সংঘ বাংলাদেশ ও বেস্ট’র উপদেষ্টা কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ, কবি ও প্রভাষক আইয়ূব আকন্দ বিদ্যুৎ, প্রবীণ শিক্ষক মদন মোহন চক্রবর্তী, প্রধান শিক্ষক আনারুল ইসলাম বাচ্চু, মঞ্জুরুল হক, উম্মে কুলসুম, আব্দুল হামিদ, আব্দুর রহিম, হামিদুর রহমান, উপজেলা কবি সংঘ’র সভাপতি মঞ্জুরুল হক প্রমূখ। 

এতে স্বাগত বক্তব্য রাখেন, বেস্ট’র প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মোস্তফা। পরে বেস্ট’র অর্থায়নে জেলার ৪টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৩০জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন, শিক্ষক হারুন উর রশিদ ও শরীফ মোস্তফা হীরা।
ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

কোন মন্তব্য নেই: