খোরশেদ আলম,ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এডুকেশন স্টুডেন্ট ট্রাস্ট’র উদ্যোগে এ উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে ৬ নভেম্বর সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বেস্ট’র এর প্রধান উপদেষ্টা মো. গোলাম মোস্তফা জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুর রহমান, কবি সংঘ বাংলাদেশ ও বেস্ট’র উপদেষ্টা কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ, কবি ও প্রভাষক আইয়ূব আকন্দ বিদ্যুৎ, প্রবীণ শিক্ষক মদন মোহন চক্রবর্তী, প্রধান শিক্ষক আনারুল ইসলাম বাচ্চু, মঞ্জুরুল হক, উম্মে কুলসুম, আব্দুল হামিদ, আব্দুর রহিম, হামিদুর রহমান, উপজেলা কবি সংঘ’র সভাপতি মঞ্জুরুল হক প্রমূখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন, বেস্ট’র প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মোস্তফা। পরে বেস্ট’র অর্থায়নে জেলার ৪টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৩০জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন, শিক্ষক হারুন উর রশিদ ও শরীফ মোস্তফা হীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন