শ্রীমঙ্গলে একাডেমি কাপ প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

শ্রীমঙ্গলে একাডেমি কাপ প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

সোলেমান আহমেদ মানিক, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ  
 
শ্রীমঙ্গল ফুটবল একাডেমীর আয়োজনে একাডেমী কাপ প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট  ২০১৯ শুরু হয়েছে। 
 
শুক্রবার ২২ (নভেম্বর) বিকাল ৪ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীমঙ্গল ফুটবল একাডেমীর পরিচালক ও প্রশিক্ষক মোঃ ইকরামুর রহমান রানার সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। 
 
এসময় অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানসহ  আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক।
 
উদ্বোধনী খেলায় মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমি চুনারুঘাট অংশগ্রহণ করে। এতে ব্যারিস্টার সায়েদুল হক সুমন একাডেমি চুনারুঘাট ২-০ গোলে মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে। ব্যারিস্টার সায়েদুল হক সুমন নিজেই দুটি গোল করে ম্যান অব দি ম্যাচ হয়েছেন। 
 
খেলাটি পরিচালনা করেন আবুল কাশেম, উনাকে সহযোগিতা করেন এমাদুর রহমান, মিজানুর রহমান ও মাহমুদুর রহমান। 

কোন মন্তব্য নেই: