চট্টগ্রামে ছাত্রলীগের ‘পুষ্টি গাড়ি’ - পূর্বকন্ঠ

শিরোনাম :

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

চট্টগ্রামে ছাত্রলীগের ‘পুষ্টি গাড়ি’

চট্টগ্রামে ছাত্রলীগের ‘পুষ্টি গাড়ি’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ‘পুষ্টি গাড়িতে’ বিনামূল্যে ফলমূল ও শাকসবজি বিতরণ করছে ছাত্রলীগ।

করোনা প্রতিরোধে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ‘পুষ্টি গাড়ি’ যাবে আপনার বাড়ি- এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় ফ্রি সবজি বাজার চালু করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু বিনামূল্যে পেয়ারা, কমলা, মাল্টাসহ বিভিন্ন প্রকারের ফলমূল ও লেবু, মিষ্টি আলু, টমেটো, কাঁচা মরিচসহ শাকসবজি বিতরণ করেছেন।

দুর্বার প্রজন্ম ক্লাব চট্টগ্রাম মহানগরের পরিচালনায় গত এক সাপ্তাহ  থেকে ছয়টি ‘পুষ্টি গাড়ি’ করে নগরীর বিভিন্ন স্থানে এসব বিতরণ করা হচ্ছে।

ফ্রি সবজি বাজারের প্রধান উদ্যেক্তা তোসাদ্দেক নূর চৌধুরী তপু বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিনামূল্যে ফলমূল ও  সবজি বিতরণের উদ্যোগ নিয়েছি। অনেকের ঘরে চাল থাকলেও সবজি নেই। এই দুর্যোগে সাধারণ মানুষ সবজি কিনতে বাজারে ভিড় করছেন। এতে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তাই সাধারণ মানুষকে ঘরে রাখতে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগে নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত ও সামাজিক দূরত্ব মেনে পিকআপ ভ্যানে করে এগুলো বিতরণ করেছি। করোনা আতঙ্কের এই সময়টাতে আমাদের সাধ্যমতো নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলমান রাখবো।এছাড়া, প্রতিদিন ডোর টু ডোর জীবাণুনাশক স্প্রে, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজারসহ প্রায় শতাধিক মানুষের মাঝে রাতে সেহেরী খাবারও বিতরণ করা হচ্ছে।’


চট্টগ্রাম/রেজাউল/ইভা



from Risingbd Bangla News https://ift.tt/2zNNboh
via IFTTT

কোন মন্তব্য নেই: