নরসিংদী সুইড স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনা ও পরিকল্পনায় মেঘে ঢাকা আলোকিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতি বছর ইফতারির আয়োজন করে জেলা প্রশাসন।
এ বছর করোনা মহামারীর কারণে ১৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক।সে সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসকের সার্বিক তত্বাবধানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ ও সুইড স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
হানিফ মাহমুদ/সনি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন