নরসিংদীতে ইফতার সামগ্রী পেলেন ১৭৫ প্রতিবন্ধী - পূর্বকন্ঠ

শিরোনাম :

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

নরসিংদীতে ইফতার সামগ্রী পেলেন ১৭৫ প্রতিবন্ধী


নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ১৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তি ইফতার সামগ্রী পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধী ব‌্যক্তিদের বাড়িতে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
নরসিংদী সুইড স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনা ও পরিকল্পনায় মেঘে ঢাকা আলোকিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতি বছর ইফতারির আয়োজন করে জেলা প্রশাসন।
এ বছর করোনা মহামারীর কারণে ১৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক।
সে সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসকের সার্বিক তত্বাবধানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ ও সুইড স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার এসব ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

হানিফ মাহমুদ/সনি



কোন মন্তব্য নেই: