ঘোড়াঘাটে আরও ১৫ জন করোনা আক্রান্ত - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ১৭ মে, ২০২০

ঘোড়াঘাটে আরও ১৫ জন করোনা আক্রান্ত



ঘোড়াঘাটে আরও ১৫ জন করোনা আক্রান্ত

হিলি প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নতুন করে আরও ১৫জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঘোড়াঘাট উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়ালো। শনিবার রাতে (১৬ মে) ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর নেওয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি রাইজিংবিডিকে জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর মেডিকেল থেকে তথ্যানুযায়ী ঘোড়াঘাট উপজেলায় নতুন করে ১৫জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের নম্বর দিয়েছি, তাদের শরীরিক সমস্যা দেখা দিলে আমাদের কাছে ফোন করবে। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার দেওয়ার জন্য আমরা হাসপাতালের ডাক্তাররা সব সময় প্রস্তুত রয়েছি।
তিনি আরও জানান,করোনায় আক্রান্ত ব্যক্তিরা, উপজেলার বিভিন্ন এলাকার।
এদিকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম রাইজিংবিডিকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তারসহ আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। ইতোমধ্যে আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ১৬ মে পর্যন্ত ৩১৪ জনে মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়েছে। প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ১২ হাজার ৩০৫। করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ১৮ লক্ষাধিক মানুষ।



হিলি/মোসলেম/এসএম


from Risingbd Bangla News https://ift.tt/3bFwrN9
via IFTTT

কোন মন্তব্য নেই: