
অন্যদিকে মৃত্যুর দিক দিয়ে বিশ্বে যুক্তরাজ্য আছে দুই নম্বরে, যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী করোনার ভয়াল থাবায় প্রাণ হারিয়েছে ৬৪৯ জন। এই ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ১১১ জন। যুক্তরাজ্যে গত মঙ্গলবারে ৬৯৩ জনের মৃত্যু হয়েছিল। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, আজ বৃহস্পতিবার(৭ মে) সকাল ৯ টা পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ২২ হাজার ৮৬০ জনে। মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৬ জনের। সুস্থ হয়েছে ১৩ লাখ ২ হাজার ৮৯১ জন। গুরুতর অবস্থায় আছে ৪৮ হাজার ২১১ জন।