
'প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করা সম্ভব'
জ্যেষ্ঠ প্রতিবেদকপ্রতিমন্ত্রী বলেন, ‘পেশাদারিত্বের সঙ্গে সমন্বিত উদ্যোগে যেকোনো কাজে সাফল্য নিশ্চিত। সুশাসনের প্রতি রাজনৈতিক অঙ্গীকার ও দায়বদ্ধতা থাকলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তা আবার প্রমাণ করলো। তার সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছে।’
শনিবার (১৬ মে) রাতে তার বাসভবন থেকে অনলাইনে ডাকসু ল’ অ্যান্ড পলিটিক্স রিভিউ থেকে আয়োজিত ‘নাইকো আর্বিট্রেশন ২০২০- রাজনৈতিক ও বিচারিক ইতিহাস এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, ‘সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত সালিশি আদালতে (ইকসিড) প্রমাণ করা গেছে যে, ছাতক গ্যাসক্ষেত্র বিস্ফোরণের জন্য নাইকোই দায়ী।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত সরকারের আমলে গ্যাস ফিল্ড ও বাংলাদেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। ২০০৫ সাল থেকে যদি দৈনিক ৫০০ মিলিয়ন ঘন ফুট গ্যাস পেতাম তবে তা আমাদের অর্থনীতিতে বিশাল অবদান রাখতে পারতো।’
ডাকসু ল অ্যান্ড পলিটিক্স রিভিউ’এর প্রধান সম্পাদক মো. আজহার উদ্দিন ভূঁইয়া ও ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিন অর্নির সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নাইকো আর্বিট্রেশন মামলার আইনজীবী ব্যারিস্টার মঈন গণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. রুমানা ইসলাম।
ঢাকা/হাসান/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2LwXkrS
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন