উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১২ মে, ২০২০

উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

গোপালগঞ্জ প্রতিনিধি: শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জ সদর উপজেলা শাখার আওতাধীন উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিম মোল্লাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১১ মে) পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় মো. আজিম মোল্লাকে উলপুর ইউনিয়ন ছাত্রলীগের ইউনিট থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে তার প্রাথমিক সদস্য পদ বাতিল ও সব প্রকার কার্যকক্রম থেকে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হলো।




কোন মন্তব্য নেই: