
সহজ জয়ে শীর্ষস্থান মজবুত করলো বায়ার্ন
ক্রীড়া ডেস্করোববার রাতে নিজেদের অ্যাওয়ে ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলে হারায় হ্যানস ডিয়েটের শিষ্যরা। বায়ার্নের হয়ে এদিন জালের দেখা পান দলটির পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি ও ফ্রান্সের ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড।
এই জয়ে ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড থেকে এগিয়ে আছে ৪ পয়েন্টে। দ্বাদশ স্থানে থাকা ইউনিয়ন বার্লিনের সংগ্রহ ৩০ পয়েন্ট।
তালিকার ১২তম স্থানে থাকা ইউনিয়ন বার্লিনের বিপক্ষে সহজ জয়ই কাম্য ছিল বায়ার্নের। বার্লিনের মাঠে স্বাগতিকরা তেমন কোনো চাপও দিতে পারেনি বায়ার্ন শিবিরকে। তবে আশানুরুপ খেলতে পারেনি বায়ার্ন মিউনিখের ফুটবলাররাই। অপেক্ষাকৃত দুর্বল ইউনিয়ন বার্লিনের বিপক্ষে প্রথম গোলের জন্য বায়ার্নকে অপেক্ষা করতে হয়েছে ৪০ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভানদোভস্কি। চলতি লিগে এই পোলিশ স্ট্রাইকারের এটি ২৬তম গোল।

ম্যাচশেষে বায়ার্ন অধিনায়ক গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার বলেন, ‘আমরা ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় খুশি অনুভব করছি। আর খেলার মাঠে দর্শক ছাড়া শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত সময়টাকে খুব দীর্ঘ মনে হয়।’ এদিন মাঠে দর্শক না থাকলেও দুই দলের বদলি খেলোয়াড়েরা মুখে মাস্ক পরে দর্শক গ্যালারীতে অবস্থান করছিল।
ঢাকা/কামরুল
from Risingbd Bangla News https://ift.tt/2TdgmIc
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন