দিনাজপুরে পৌর মেয়রকে মারধর: ৪ যুবলীগ নেতা আটক - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ১৩ মে, ২০২০

দিনাজপুরে পৌর মেয়রকে মারধর: ৪ যুবলীগ নেতা আটক



দিনাজপুরে পৌর মেয়রকে মারধর: ৪ যুবলীগ নেতা আটক

হিলি (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার মেয়র আব্দুর ছাত্তার মিলনকে মারধরের ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীরসহ চার নেতাকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান,  কয়েক দিন আগে পৌরসভায় ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে যুবলীগের সভাপতি জাহাঙ্গীর ও নান্নুরসহ কয়েকজনের সঙ্গে মেয়রের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে পুলিশ দুই নেতাকে থানায় নিয়ে আসে এবং পরে তাদের ছেড়ে দেয়। এরই জের ধরে গত সোমবার বিকেলে উপজেলা চত্বরে মেয়রকে মারধর করা হয়। এ ঘটনায় পুলিশ তাদের আটক করেছে।
এদিকে, পৌর মেয়র আব্দুর সাত্তার মিলনকে মারধর করার প্রতিবাদ ও আটক যুবলীগ নেতাদের শাস্তির দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা শহরে এলাকাবাসী বিক্ষোভ করেছেন।  

মোসলেম/বকুল


from Risingbd Bangla News https://ift.tt/2AiJEOJ
via IFTTT

কোন মন্তব্য নেই: