
রিটার্ন দাখিল: শুক্রবার সব ভ্যাট অফিস খোলা
জ্যেষ্ঠ প্রতিবেদককরদাতাদের সেবার বিষয়টি বিবেচনায় রেখে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার অফিস খোলা রেখেছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু'মেন বলেন, আইনি বাধ্যবাধকতা ও জরিমানা এড়াতে ছুটির দিনেও অফিস খোলা রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা রয়েছে।
গত ১০ মে এনবিআর সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি) মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছিল।
যেখানে বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী চলতি বছরের এপ্রিলের ভ্যাট রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ মে রাত ১২টা পর্যন্ত। সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ১৫ মে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ভ্যাট রির্টান দাখিলের সুবিধার্থে ভ্যাট সার্কেলগুলো জুমার নামাজের বিরতি রেখে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে এনবিআর। পাশাপাশি করোনা সংক্রান্ত সর্তকতা নিরাপত্তা সার্বিক ব্যবস্থা নিয়ে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের বলা হয়েছে।
নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে রিটার্ন জমা না দিলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। করদাতাদের জরিমানা এড়াতে ও আইনি বাধ্যবাধকতা থাকায় শুক্রবার ছুটির দিনেও ভ্যাট অফিস খোলা রাখা হয়েছে।
ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে এর আগে গত ১২-১৫ এপ্রিল চারদিন ভ্যাট অফিস খোলা রাখা হয়। করোনা মহামারির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে ভ্যাট কর্মকর্তারা চারদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রেখে রিটার্ন নেন। চারদিনে মোট ৩০ হাজার ৭৮১টি রিটার্ন জমা পড়েছে। এর মধ্যে ম্যানুয়াল দাখিলপত্র ১০ হাজার ৯৯৫টি আর অনলাইনে দাখিলপত্র ১৯ হাজার ৭৮৬টি। চারদিনে মোট আহরিত রাজস্ব ছয় হাজার ২৮৩ কোটি ৩৭ লাখ টাকা।
ঢাকা/ এম এ রহমান/জেডআর
from Risingbd Bangla News https://ift.tt/2Lu9KAH
via IFTTT