বিশ্বে প্রতিদিন ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী করোনা। করোনার ভয়াল থাবা থেকে কোনো দেশ নিজেদের বাঁচাতে পারেনি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোও আজ করোনার কাছে নিরুপায়। এদিকে গত ২৪ ঘণ্টায় আবারও বিশ্বজুড়ে বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও গত ৩ দিনের তুলনায় অনেকাংশে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই মহামারিতে ৬ হাজার ৮১১ জন মারা গেছেন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৬৪ হাজারের বেশি। অপরদিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখের বেশি। এছাড়া নতুনভাবে ৯৫ হাজার ৩২৫ জন মানুষের শরীরে মিলেছে এই প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি। যা গতকালের তুলনায় বেশি।
মাঝে কিছুদিন কমার পর, বুধবার, আড়াই হাজারের বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট মৃতের সংখ্যা প্রায় ৭৫ হাজার। আক্রান্ত পৌনে ১৩ লাখ। দিনের দ্বিতীয় সর্বাধিক প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে। মারা গেছেন ৬৪৯ জন। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো ব্রিটেনে। তবে ইতালি-স্পেন-ফ্রান্সসহ ইউরোপের বাকি দেশগুলোতে, নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত। এদিকে, মহামারি নতুন কেন্দ্র হয়ে ওঠা, ব্রাজিলে ৬৪৫ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়। করোনায় মৃত্যু সাড়ে আট হাজার ছাড়িয়েছে, দেশটিতে। আক্রান্ত এক লাখ ২৬ হাজারের বেশি। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, আজ বৃহস্পতিবার(৭ মে) সকাল ৯ টা পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ২২ হাজার ৮৬০ জনে। মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৭৬ জনের। সুস্থ হয়েছে ১৩ লাখ ২ হাজার ৮৯১ জন। গুরুতর অবস্থায় আছে ৪৮ হাজার ২১১ জন।
from BD24Live.com https://ift.tt/2xFBTBy
via IFTTT