
সিলেটে মারা যাওয়া হাজতি করোনায় আক্রান্ত ছিলেন
নিজস্ব প্রতিবেদকসিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হাজতি করোনায় আক্রান্ত ছিলেন।
গত রোববার (১০ মে) মারা যাওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের ওই হাজতি মারা যান। তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজেটিভ আসে। এরপর কারাগারের যে ওয়ার্ডে সে অবস্থান করছিলেন ওই ওয়ার্ডটি লকডাউন করা হয়েছে।
কারা সূত্র জানায়, একটি হত্যা মামলায় গত ৫ মার্চ থেকে কারাগারে ছিলেন তিনি। তার বাড়ি সিলেটের কানাইঘাটে। গত শুক্রবার (৮ মে) তিনি অসুস্থ হয়ে পড়লে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার শরীরে করোনার উপসর্গ থাকায় সেখান থেকে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়। ১০ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এদিকে সোমবার ওসমানীর পিসিআর ল্যাবে নতুন করে আরও দুইজনের নমুনা পজিটিভ এসেছে। এদিন সবমিলিয়ে ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এ তিনজনের ফল পজিটিভ আসে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট/নোমান/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3fEbFRd
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন