
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ২ নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামচট্টগ্রামের হাটহাজারী ও নগরীর ইপিজেড এলাকার দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১২ মে) বিকেলে ও সন্ধ্যায় ওই দুই নারী মারা যান। তাদের মধ্যে একজনের বয়স ৩২ বছর এবং অপরজনের বয়স ৬০ বছর।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট এবং করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. আব্দুর রব জানিয়েছেন, গত ৮ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় করোনা শনাক্ত হওয়া ৬০ বছর বয়সী এক নারীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে বিকেলে তার মৃত্যু ঘটে।
অপরদিকে, নগরীর ইপিজেড এলাকায় করোনা আক্রান্ত হওয়া ৩২ বছর বয়সী এক নারীকে সন্ধ্যার দিকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু ঘটে।
মঙ্গলবার মারা যাওয়া দুই নারীসহ চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম/রেজাউল/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/35VsYsu
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন