করোনায় স্ত্রীসহ ইউপি চেয়ারম্যান আক্রান্ত, এলাকায় আতঙ্ক - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ১০ মে, ২০২০

করোনায় স্ত্রীসহ ইউপি চেয়ারম্যান আক্রান্ত, এলাকায় আতঙ্ক



করোনায় স্ত্রীসহ ইউপি চেয়ারম্যান আক্রান্ত, এলাকায় আতঙ্ক

বরগুনা প্রতিনিধি
বরগুনায় আমতলী উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা প্রশাসন আক্রান্তদের বাড়িসহ পাঁচ বাড়ি লকডাউন করেছে।
এ নিয়ে উপজেলায় ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১ জন মারা গেছেন। ১০ এপ্রিল থেকে উপজেলাটি লকডাউন অবস্থায় আছে।
রোববার (১০ মে) সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর অধিকারী চেয়ারম্যান ও তার স্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমতলী উপজেলার এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কয়েকজন চেয়ারম্যান সম্প্রতি বিশেষ কাজে ঢাকায় যান। ঢাকা থেকে আসার পরপরই এই চেয়ারম্যানের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তার অবস্থা খারাপ দেখে গত বৃহস্পতিবার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেয়। ওই হাসপাতাল থেকে একটি দল এসে চেয়ারম্যান ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।
শনিবার রাতে ঢাকা রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইসিডিআর) থেকে চেয়ারম্যানের নমুনা প্রতিবেদন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। সেখানে তিনি করোনা পজিটিভ বলে জানানো হয়। পরে তার স্ত্রীরও করোনাভাইরাসে আক্রান্তের প্রতিবেদন আমতলী হাসপাতালে আসে।
এ বিষয়ে বরগুনা সিভিল সার্জন মো. হুমায়ূন শাহীন খাঁন জানান, চেয়ারম্যান দম্পতি বাসায় আইসোলেশনে আছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, চেয়ারম্যান ঢাকা থেকে আমতলীতে আসার পর তিনি ইউনিয়নের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন। এতে চাওড়া ইউনিয়নের মানুষের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, চেয়ারম্যান ও তার স্ত্রী কয়েক দিন ধরেই অসুস্থ। তাদের দেখতে রাজনৈতিক নেতাসহ ইউনিয়নের বিভিন্ন লোক বাড়িতে এসেছেন। এখন এলাকার মানুষ খুবই আতঙ্কে আছে।
করোনা প্রতিরোধ কমিটির প্রধান বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন, তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে। পাশাপাশি তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে ।

রুহান/বুলাকী


from Risingbd Bangla News https://ift.tt/2LhJd9E
via IFTTT

কোন মন্তব্য নেই: