আফগানিস্তানে দ্রুত করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ৪ মে, ২০২০

আফগানিস্তানে দ্রুত করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা

আফগানিস্তানে দ্রুত করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

কাবুলে করোনাভাইরাস টেস্ট ভয় ধরিয়ে দিয়েছে মানুষের মনে। কল্পনার চেয়েও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কায় আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, কাবুলে করোনাভাইরাস পরীক্ষায় ৫০০ জনের নমুনা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৫০ জনের বেশির ফল পজিটিভ এসেছে। এতে কোভিড-১৯ ভাবনার চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ছে বলে উদ্বিগ্ন দেশটির সরকার।

মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মায়ের রাজধানী থেকে পাওয়া ফলকে ‘উদ্বেগজনক’ বলেছেন। সংক্রমণ ঠেকাতে প্রত্যেককে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। কাবুল ও বেশির ভাগ শহরে লকডাউন চলছে।

আফগানিস্তানে এপর্যন্ত প্রায় ১২ হাজার নমুনা নেওয়া হয়েছে, যার মধ্যে ২ হাজার ৭০০ জনের পজিটিভ এসেছে। মৃত্যু হয়েছে ৮৫ জনের।



ঢাকা/ফাহিম



from Risingbd Bangla News https://ift.tt/3c6UCFm
via IFTTT

কোন মন্তব্য নেই: