
করোনার সৃষ্টি গবেষণাগারে বললেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের উৎস নিয়ে একাধিক রাষ্ট্র চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে এই প্রথমবার ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কেউ ভাইরাসের উৎপত্তি নিয়ে প্রশ্ন তুললেন। নির্দিষ্ট করে কোনো দেশের নাম মুখে না আনলেও ভাইরাসটি প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়, গবেষণাগারে তৈরি বললেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নীতিন বলেছেন, ‘করোনার সঙ্গে বেঁচে থাকার কৌশল রপ্ত করতে হবে আমাদের। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রাকৃতিক ভাইরাস নয়। এটা কৃত্রিম ভাইরাস এবং বিশ্বজুড়ে অনেক দেশ ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে।’
মন্ত্রীপরিষদের একজন মন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ মনে করছেন সরকারের অনেকে। যেখানে অধিকাংশ দেশই ভাইরাস সৃষ্টির জন্য উহানের ল্যাবকে দায়ী করছে। ভারতের সড়ক পরিবহন মন্ত্রী নীতিশ যোগ করেছেন, ‘দ্বিতীয় ব্যবহার হলো শনাক্তকরণ পদ্ধতি। সঙ্গে সঙ্গে চিহ্নিত (ভাইরাস) করতে আমাদের ভালো পদ্ধতি দরকার। এটা অপ্রত্যাশিত, কারণ এই ভাইরাস ল্যাবরেটরিতে সৃষ্টি হয়েছে, এটি প্রাকৃতিক ভাইরাস নয়।’
ভারতসহ বিশ্বের অন্য দেশগুলো করোনাভাইরাস সংকট মোকাবিলার জন্য প্রস্তুত বলে আত্মবিশ্বাসী নীতিন, ‘সম্ভবত বিশ্ব প্রস্তুত, ভারত প্রস্তুত। করোনার কারণে সমস্যার সমাধানে বিজ্ঞানীরাও তৈরি। আমরা ইতিবাচক আত্মবিশ্বাস তৈরি করতে পারি। একবার ভ্যাকসিন তৈরি হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না।’
নীতিন কোনো দেশকে উল্লেখ না করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার করোনা ছড়ানোর জন্য চীনকে দায়ী করেছেন। একে তিনি চীনা ভাইরাস নাম দিয়েছেন। ভাইরাসের উৎস নিয়ে দুই দেশের মধ্যে কম উত্তপ্ত বাক্যবিনিময় হয়নি! তবে উহানের ল্যাব থেকে ভাইরাসের উৎপত্তি নিয়ে ট্রাম্পের এ মন্তব্যের সঙ্গে কখনো একমত প্রকাশ করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/3bwX3jl
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন