নাটোরে আরও ৩০ জনের করোনা শনাক্ত - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১৯ মে, ২০২০

নাটোরে আরও ৩০ জনের করোনা শনাক্ত



নাটোরে আরও ৩০ জনের করোনা শনাক্ত

নাটোর প্রতিনিধি
নাটোরে নতুন করে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে পাঁচজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
সোমবার (১৮ মে) রাতে নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে ১২ জনই সিংড়া উপজেলার। এছাড়া, সদরে পাঁচজন, বড়াইগ্রামে নয়জন, বাগাতিপাড়ায় তিনজন, ও গুরুদাসপুরে একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৩ জন করোনা রোগী শনাক্ত হলো। গত ২৯ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ছিলো ১৩ জন। ১৩ জনের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ছিলেন।
সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, আনুষ্ঠানিকভাবে আক্রান্ত ৩০ জনের ব্যাপারে আমাদেরকে ই-মেইলে জানানো হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


আরিফুল/ইভা


from Risingbd Bangla News https://ift.tt/2TlvcfL
via IFTTT

কোন মন্তব্য নেই: