
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ।
এসময় তার সাথে থাকা আরেকজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ খানও গুরুতর আহত হন। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার (১১ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ জালাল উদ্দিন।
তিনি জানান, মোটরসাইকেল যোগে সোমবার সকালে দায়িত্ব পালন করতে কর্মস্থলে যাচ্ছিলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ ও বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ খান। নোয়াপাড়া ইউনিয়ন অফিসের সামনে পৌঁছা মাত্র ঢাকা-সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হারুনুর রশিদ ও ফিরোজ খান আহত হন। গুরুতর আহত অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। তাদের অবস্থার অবনতি হলে সেখানে থেকে ঢাকা নিয়ে যাবার পথে হারুনুর রশিদ পথিমধ্যে মারা যান।
মামুন/টিপু
from Risingbd Bangla News https://ift.tt/2xUE98j
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন