ময়মনসিংহে ওসিসহ ২৭ জন করোনায় আক্রান্ত - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১২ মে, ২০২০

ময়মনসিংহে ওসিসহ ২৭ জন করোনায় আক্রান্ত



ময়মনসিংহে ওসিসহ ২৭ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগে ওসি ও চিকিৎসকসহ নতুন করে আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
সোমবার (১১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ বলেন, ‘ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ নয়জন আক্রান্ত হয়েছেন। ময়মননিংহ নগরীর ছয়জন, ভালুকা উপজেলার একজনসহ জেলায় ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নেত্রকোনার কেন্দুয়া থানার ওসিসহ ছয়জন, বারহাট্টায় তিনজন, কেন্দুয়ায় একজন ও আটপাড়ায় একজনসহ নেত্রকোনা জেলায় ১১ জন আক্রান্ত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৪৮০ জনের মধ্যে ময়মনসিংহে ২৪০ জন, জামালপুরে ১০৮ জন, নেত্রকোনায় ৮৭ ও শেরপুর জেলায় ৪৩ জন রয়েছেন।’

এদিকে নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও সাতজন। বিভাগে মোট সুস্থ হয়েছেন ১৫৮ জন।


মিলন/ইভা



from Risingbd Bangla News https://ift.tt/3bnX6hh
via IFTTT

কোন মন্তব্য নেই: