ঈদে ‘কষ্টমানুষের’ পাশে - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ৯ মে, ২০২০

ঈদে ‘কষ্টমানুষের’ পাশে



ঈদে ‘কষ্টমানুষের’ পাশে

লালমনিরহাট সংবাদদাতা
হিসনে হাসিনের বয়স পাঁচ বছর ছুঁইছুঁই। তার বাবা হায়দার আলী বাবু  লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিক। দেশে করোনা পরিস্থিতিতে অনেক অসহায় মানুষ আসে তার কাছে সাহায্যের আশায়। বাবু চেষ্টা করেন সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে। 
হিসনে হাসিনের কাছে এটা ছিল প্রতিদিনের চিত্র। বাবু একদিন মেয়ের কাছে জানতে চান, এবার ঈদে সে কী কী নেবে? 
উত্তরে হাসিন বলে, ‘‘তুমি পাগল নাকি! করোনার সময় কেউ কি বাজারে যায়? কিছু কিনবো না। শুধু নেইলপলিশ, মেকআপ বক্স কিনবো।’’
বাবার পাল্টা প্রশ্ন, ‘‘তাহলে তোমার জামা-জুতার টাকা কী করবে?’’

মেয়ের উত্তর, ‘‘কষ্টমানুষকে দিয়ে দেবো।’’


বাবু এই অভিজ্ঞতা ফেসবুকে তার আইডি থেকে শেয়ার করেন। বাবুর অনেক সাংবাদিক বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি নাড়া দেয়। এরপর হাসিনের সেই ‘কষ্টমানুষ’ কে কেন্দ্র করে তারা ‘ঈদে কষ্টমানুষের পাশে’ নামে একটা তহবিল গড়ে তোলেন। সেই তহবিলে মোবাইল ব্যাংকি বা সরাসরি সমাজের অবস্থাপন্ন মানুষেরা সহযোগিতায় এগিয়ে এসেছেন।

গত কয়েকদিনে সেই তহবিলে জমা পড়েছে প্রায় ৫০ হাজার টাকা।
প্রাথমিকভাবে বাবুর ভাবনায় ছিলো এই তহবিলে যদি কিছু টাকা আসে, তা দিয়ে ঈদে কিছু পরিবারকে সেমাই, চিনি, মাংস কিনে দেবেন। কিন্তু তহবিলে যেভাবে সহযোগিতা আসছে, তাতে এখন তিনি ভাবছেন কিছুটা বড় পরিসরে বেশি সংখ্যক মানুষকে সহযোগিতা করবেন।
হায়দার আলী বাবু বলেন, তার পরিকল্পনা ছিল ঈদে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। কিন্ত অনেকে যেহেতু সহযোগিতায় এগিয়ে এসেছেন, এখন তিনি চেষ্টা করবেন যতবেশি সংখ্যক মানুষকে সহযোগিতা করার।

ফারুক/বকুল


from Risingbd Bangla News https://ift.tt/2WequCk
via IFTTT

কোন মন্তব্য নেই: