লক্ষ্মীপুরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু - পূর্বকন্ঠ

শিরোনাম :

বুধবার, ১৩ মে, ২০২০

লক্ষ্মীপুরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু



লক্ষ্মীপুরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে।
স্বজনরা জানিয়েছেন, ওই বৃদ্ধ তিন দিন ধরে সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে তাকে পল্লি চিকিৎসকের কাছে নেওয়া হয়। একটি ওষুধ দেওয়া মাত্রই বৃদ্ধের মৃত্যু হয়।
পল্লি চিকিৎসক জানিয়েছেন, তথ্য গোপন করে বৃদ্ধকে তার কাছে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। তাকে (চিকিৎসক) হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার বলেন,‘মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, ‘নমুনা পরীক্ষার ফল না আসা পর্যন্ত মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে পল্লি চিকিৎসককে সঙ্গনিরোধে থাকতে বলা হয়েছে।’

লক্ষ্মীপুর/ফরহাদ/রফিক


from Risingbd Bangla News https://ift.tt/3fF3O5Q
via IFTTT

কোন মন্তব্য নেই: