দ. কোরিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত, বন্ধ ২১শ নৈশক্লাব - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ১০ মে, ২০২০

দ. কোরিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত, বন্ধ ২১শ নৈশক্লাব



দ. কোরিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত, বন্ধ ২১শ নৈশক্লাব

আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় গত সপ্তাহেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল এক অঙ্কের ঘরে। কিন্তু হঠাৎ করেই বেড়ে গেলো সংক্রমণের হার, যার উৎস সিউলের নৈশক্লাবগুলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে, যা একমাসের মধ্যে সর্বোচ্চ।
কোরিয়ান রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি) বলেছে, পরীক্ষামূলক মূল্যায়নে দেখা গেছে ৩৪ জন নতুন রোগীর ২৬ জন স্থানীয়ভাবে সংক্রমিত, বাকিরা বাইরের।
কোরিয়ান বার্তা সংস্থা দ্য ইয়নহাপ বলেছে, এক মাসে দক্ষিণ কোরিয়ায় প্রথমবার একদিনে ৩০ জনের বেশি করোনায় আক্রান্ত হলো। এই সংক্রমণ ঠেকাতে ২ হাজার একশর বেশি নৈশক্লাব বন্ধ করেছে সিউল কর্তৃপক্ষ। কারণ নতুন সংক্রমণের বেশিরভাগই সিউলের ইটায়েওন বিনোদন কেন্দ্রের নৈশক্লাব সংশ্লিষ্ট।
এই ক্লাবগুলোতে যাওয়া দেড় হাজারের বেশি অতিথিদের খুঁজে বের করে করোনা টেস্ট করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী চুং সি-কিউন। ভাইরাসের নতুন সংক্রমণ ঠেকাতে ওই ক্লাবগুলোতে যাওয়া অতিথিদের স্বেচ্ছায় আইসোলেশনে যেতে অনুরোধ করেছে কেসিডিসি, খবর ইয়নহাপের।


ঢাকা/ফাহিম


from Risingbd Bangla News https://ift.tt/2yLn3tI
via IFTTT

কোন মন্তব্য নেই: