বোরহানউদ্দিনে মেঘনায় ভাসমান হরিণ উদ্ধার - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১৯ মে, ২০২০

বোরহানউদ্দিনে মেঘনায় ভাসমান হরিণ উদ্ধার



বোরহানউদ্দিনে মেঘনায় ভাসমান হরিণ উদ্ধার

ভোলা সংবাদদাতা
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদীতে ভাসমান একটি জীবিত হরিণ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। সোমবার (১৮ মে) সন্ধ্যায় হরিণটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা পানিতে একটি হরিণ ভাসতে দেখেন। তারা সেটি ধরে নিয়ে আসেন। পরে মির্জাকালু ফাঁড়ির পুলিশ জানতে পেরে ইন্সপেক্টর মো. ফোরকান ও এসআই  জামাল শেখ হরিণটি উদ্ধার করে নিয়ে যান। সন্ধ্যায় ভোলা বনবিভাগের কাছে সেটি হস্তান্তর করে পুলিশ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক বলেন, হরিণটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
হরিণটি হাতিয়া দ্বীপ বা কুরকিমুরকি চর থেকে নদীতে পানিতে খেতে এসে স্রোতের টানে ভেসে আসতে পারে বলে ধারণা করছেন বনবিভাগ সংশ্লিষ্টরা।

মালেক/বকুল


from Risingbd Bangla News https://ift.tt/2Tdo7Of
via IFTTT

কোন মন্তব্য নেই: