
ক্রিকেট রেকর্ড থেকে
ক্রীড়া ডেস্ক:ক্রিকেটের অনেক খুঁটিনাটি তথ্য আমাদের অজানা। তেমন-ই এক রেকর্ডের তথ্য দিব এবার। আপনি জানেন কি, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও উইকেটের রেকর্ড বাংলাদেশের ক্রিকেটারদের দখলে।
যুব ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। মূলত মেহেদী হাসান মিরাজদের হাত ধরে যুব ক্রিকেটে দারুণ সাফল্য পাওয়া শুরু করে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবার যুব ক্রিকেটে চ্যাম্পিয়নও হয়েছে বাংলাদেশ।
মেহেদী হাসান মিরাজ বল হাতে যুব ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত মিরাজ যুব দলের হয়ে ৫৬ ম্যাচে ৮০ উইকেট পেয়েছেন। ২০.৯০ গড়ে এ সাফল্য পেয়েছেন ডানহাতি স্পিনার। পাঁচ উইকেট পেয়েছেন সর্বোচ্চ একবার। ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান ৫৮ ম্যাচে ৩৭.৯১ গড়ে করেছেন ১৮২০ রান। ২ সেঞ্চুরির পাশাপাশি নামের পাশে রয়েছে ১২ হাফ সেঞ্চুরি।
যুব ক্রিকেটে সর্বোচ্চ রাননাজমুল হোসেন শান্ত ১৮২০
সামি আসলাম ১৬৯৫
তৌহিদ হৃদয় ১৬২৪
কুইন্টন ডি কক ১৪০৯
বিজয় ঝোল ১৪০৪
যুব ক্রিকেটে সর্বোচ্চ উইকেট
মেহেদী হাসান মিরাজ ৮০
ইমাদ ওয়াসিম ৭৩
পিউস চাওলা ৭১
মাহমুদুল হাসান ৬৬
সাচিথ পাথিরানা ৬৪
ঢাকা/ইয়াসিন
from Risingbd Bangla News https://ift.tt/2LrpIvB
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন