পঞ্চগড়ে করোনা আক্রান্ত বেড়ে ১৫ - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ১৫ মে, ২০২০

পঞ্চগড়ে করোনা আক্রান্ত বেড়ে ১৫



পঞ্চগড়ে করোনা আক্রান্ত বেড়ে ১৫

পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ে নতুন করে ৩৬ বছর বয়সি আরো এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি পঞ্চগড় সদর উপজেলায়। জেলায় এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।
বৃহস্পতিবার (১৪) রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা সন্দেহে ওই ব্যক্তির শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে বৃহস্পতিবারে তার নমুনার রিপোর্ট পজেটিভ আসে।

এছাড়া, জেলায় এখন পর্যন্ত মোট ৭০৯ জনের নমুনা পরীক্ষায় ৬৬৯ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে একজন পুলিশ সদস্যসহ ১৫ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অবশিষ্ট আটজন সেলফ আইসোলেশনে রয়েছেন। এনারা সবাই শারীরিক ভাবে সুস্থও রয়েছে। তাদের নিয়মিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।


নাঈম/বুলাকী



from Risingbd Bangla News https://ift.tt/3by1WbK
via IFTTT

কোন মন্তব্য নেই: