
তিন সপ্তাহ ধরে করোনা আক্রান্ত শূন্য লাওসে
আন্তর্জাতিক ডেস্কগত ২৩ দিন ধরে লাওসে নতুন করে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী ফুথোনে মিয়াংপ্যাক।
বুধবার (৬ মে) 'দ্য স্টার পত্রিকা'র বরাত দিয়ে বিবিসি এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।
গত ২৪ মার্চে প্রথম করোনা রোগী শনাক্ত হয় মেকং নদীর তীরের এ দেশটিতে। এ পর্যন্ত ২ হাজার ২২৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে এ পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
দেশটিতে প্রায় ৭০ লাখ মানুষের বসবাস। তবে জনসংখ্যা অনুপাতে করোনা পরীক্ষার হার একেবারেই নগণ্য। তাই বিশেষজ্ঞরা বলছেন, এটা বাস্তব চিত্র নয়।
এরই মধ্যে দেশটি লকডাউন শিথল করে অফিস, রেস্তোরাঁ, কফিশপ সামাজিক দূরত্ব বজায় রাখারশর্তে খুলে দেওয়া হয়েছে। তবে ক্যাসিনো, বার, সিনেমাহল, নাইট মার্কেট এখনো বন্ধ রাখা হয়েছে।
ঢাকা/এসএম
from Risingbd Bangla News https://ift.tt/3dmcBrr
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন