করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় ৫০ লাখ পরিবারকে সরকারি নগদ সহায়তায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে এ নোটিশ পাঠান। ত্রাণ সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্থানীয় সরকার সচিবের সরকারি ই-মেইলে এ নোটিশ পাঠানো হয়েছে।
অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষগুলো অধিকাংশ ক্ষেত্রে কর্মহীন হয়ে বেকার এবং মানবেতর জীবনযাপন করছে। সরকার সামর্থের সবটুকু দিয়ে অসহায় এবং দুস্থ মানুষের করোনাকালীন বিপর্যয় রোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে বিভিন্নভাবে খাদ্য সহায়তা ও নগদ অর্থ সহায়তা দিচ্ছে। নানামুখী সরকারি সহায়তার অংশ হিসাবে সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে থাকা অসহায় ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রী ২৫০০ টাকা নগদ সহায়তার প্রকল্পে দরিদ্র মানুষকে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলার পথ দেখাচ্ছিল। কিন্তু জাতির এই মহাসংকটকালে যখন সরকার মানবিক সহায়তা হিসেবে অসহায় মানুষদের নগদ সহায়তা প্রদান করার জন্য প্রকল্প গ্রহণ করেছে। উক্ত প্রকল্প ও তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়েছে।
জাতির এ চরম সংকটময় মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণমুখী উদ্যোগ এই কার্যক্রমে এক শ্রেণির অসাধু গোষ্ঠীর দুর্নীতিপ্রবণ মানসিকতা ও কর্মকাণ্ডে আমরা হতাশ ও উদ্বিগ্ন। তাই এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা প্রয়োজন।
তাই নোটিশ পাওয়ার ৫ দিনের মধ্যে সরকারি নগদ সহায়তায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যাথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন