মাছের আড়তে একজন আক্রান্ত করেছে ৫৩৩ জনকে! - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১২ মে, ২০২০

মাছের আড়তে একজন আক্রান্ত করেছে ৫৩৩ জনকে!



মাছের আড়তে একজন আক্রান্ত করেছে ৫৩৩ জনকে!

নিউজ ডেস্ক
আফ্রিকার দেশ ঘানার আটলান্টিক সিফ্রন্ট শহরের একটি মাছের আড়তে একজন ব্যক্তি আক্রান্ত করেছেন ৫৩৩ জনকে। দেশটির রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দো এমনটাই জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘মাছ প্রক্রিয়াজাত করার কারখানায় একজন ব্যক্তি ৫৩৩ জনকে আক্রান্ত করেছেন।’
আফ্রিকার দেশ ঘানায় এ পর্যন্ত ৪ হাজার ৭০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২২ জন মারা গেছে। সেরে উঠেছে ৪৯৪ জন। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৪৩৭ জন।
অবশ্য দেশটি ইতিমধ্যে ১ লাখ ৬০ হাজার ৫০১ জনের করোনা টেস্ট করিয়েছে। যা আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।
নানা আকুফো-আদ্দো বলেছেন, ‘করোনা ক্ষেত্রে আমাদের কৌশল হলো আক্রান্তদের খুঁজে বের করা, টেস্ট করানো ও তাদের চিকিৎসা দেওয়া। যাতে এই ভাইরাসের হাত থেকে আমরা দ্রুত মুক্তি পেতে পারি।’
আফ্রিকা মহাদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৬৫২ জন। মারা গেছে ২ হাজার ৩৪৪ জন। সেরে উঠেছে ২৩ হাজার ৮০০ জন। চিকিৎসাধীন রয়েছে ৪১ হাজার ২০১ জন।
তথ্যসূত্র : আল জাজিরা ও ফ্রান্স২৪

ঢাকা/আমিনুল


from Risingbd Bangla News https://ift.tt/2WlFHRW
via IFTTT

কোন মন্তব্য নেই: