
মাছের আড়তে একজন আক্রান্ত করেছে ৫৩৩ জনকে!
নিউজ ডেস্কআফ্রিকার দেশ ঘানার আটলান্টিক সিফ্রন্ট শহরের একটি মাছের আড়তে একজন ব্যক্তি আক্রান্ত করেছেন ৫৩৩ জনকে। দেশটির রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দো এমনটাই জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘মাছ প্রক্রিয়াজাত করার কারখানায় একজন ব্যক্তি ৫৩৩ জনকে আক্রান্ত করেছেন।’
আফ্রিকার দেশ ঘানায় এ পর্যন্ত ৪ হাজার ৭০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২২ জন মারা গেছে। সেরে উঠেছে ৪৯৪ জন। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৪৩৭ জন।
অবশ্য দেশটি ইতিমধ্যে ১ লাখ ৬০ হাজার ৫০১ জনের করোনা টেস্ট করিয়েছে। যা আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।
নানা আকুফো-আদ্দো বলেছেন, ‘করোনা ক্ষেত্রে আমাদের কৌশল হলো আক্রান্তদের খুঁজে বের করা, টেস্ট করানো ও তাদের চিকিৎসা দেওয়া। যাতে এই ভাইরাসের হাত থেকে আমরা দ্রুত মুক্তি পেতে পারি।’
আফ্রিকা মহাদেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৬৫২ জন। মারা গেছে ২ হাজার ৩৪৪ জন। সেরে উঠেছে ২৩ হাজার ৮০০ জন। চিকিৎসাধীন রয়েছে ৪১ হাজার ২০১ জন।
তথ্যসূত্র : আল জাজিরা ও ফ্রান্স২৪
ঢাকা/আমিনুল
from Risingbd Bangla News https://ift.tt/2WlFHRW
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন