
সিলেটে করোনায় বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকসিলেটের গোয়াইঘাট উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) রাত ১২টার দিকে তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেন।
নাজমুস সাকিব বলেন, ‘গত ২ মে ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে। এরপর থেকে তাকে উপজেলার ধর্মগ্রামের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।’
শনিবার (১০ মে) সকালে প্রশাসনের উপস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।
এ পর্যন্ত সীমান্তবর্তী এই উপজেলায় দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। এরমধ্যে প্রথম শনাক্ত হওয়া যুবক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন। আর দ্বিতীয় শনাক্ত হওয়া ব্যক্তি মারা গেলেন।
সিলেট/নোমান/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/2yFDHuU
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন