বৃহস্পতিবার থেকে বাজার খুলে দেবে ইসরায়েল - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ৫ মে, ২০২০

বৃহস্পতিবার থেকে বাজার খুলে দেবে ইসরায়েল


মধ্য প্রাচ্যের দেশ ইসরায়েল আগামী বৃহস্পতিবার থেকে সব ধরণের শপিংমল এবং বাজার খুলে দিতে যাচ্ছে। করোনা ঠেকাতে আরোপিত লকডাউনের কড়াকড়ি প্রত্যাহারে দেশটি এমন পদক্ষেপ নিলো।

সোমবার (৪ মে) দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ ঘোষণা দেন। খবর সিএনএনের।

নেতানিয়াহু তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতি পুনরায় চালু হওয়ার বিষয়টি নির্ভর করবে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরার উপর।

নতুন এ ঘোষণার ফলে, বাড়ির ১০০ মিটারের মধ্যে থাকার বাধ্যবাধকতা আর থাকলো না। কমপক্ষে ২০ জন একত্রিত হতে পারবে। এমনকি বিয়ের অনুষ্ঠানে ৫০ জন পর্যন্ত জমায়েত হতে আর বাধা রইলো না।

শারীরিক স্পর্শ অবশ্যই এড়িয়ে যেতে হবে বলে দেশটির প্রধানমন্ত্রী জানান।

এসময় তিনি সতর্ক করেন যে, লকডাউন থেকে দেশকে বের করতে চাইলে ক্রমান্বয়ে করোনায় আক্রান্তের সংখ্যা কমিয়ে আনার অন্যান্য শর্তসমূহ মানতে হবে।

তবে লকডাউনের কড়াকড়ি পুনরায় আরোপ করা হবে যদি-

•    দিনে ১০০ জনের বেশি আক্রান্ত হয়।

•    ১০ দিনের মধ্যে আক্রান্তের হার দ্বিগুণ হয়ে যায়।

•    ২৫০ জনের বেশি রোগী মারাত্মক অবস্থায় চলে যায়।

ইসরায়েলে এ পর্যন্ত ১৬ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৩৫ জন।

ঢাকা/নাসিম





Source link

The post বৃহস্পতিবার থেকে বাজার খুলে দেবে ইসরায়েল appeared first on পূর্বকন্ঠ.



from পূর্বকন্ঠ https://ift.tt/3b1jc93
via IFTTT

কোন মন্তব্য নেই: