ভারতে আক্রান্ত ছাড়ালো ৮১ হাজার, একদিনে ১০০ মৃত্যু - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ১৫ মে, ২০২০

ভারতে আক্রান্ত ছাড়ালো ৮১ হাজার, একদিনে ১০০ মৃত্যু



ভারতে আক্রান্ত ছাড়ালো ৮১ হাজার, একদিনে ১০০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সাড়ে তিন হাজারের বেশি কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। তাতে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার একদিনে প্রথমবারম মৃত্যুর হিসাব পৌঁছালো তিন অঙ্কের ঘরে।
তৃতীয় দফায় লকডাউনের শেষ সপ্তাহে পা দিয়েছে ভারত। অথচ প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬৭ জনের শরীরে নতুন করে ভাইরাস পাওয়া গেছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ হাজার ৯৭০ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের। ভারতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২ হাজার ৬৪৯ জন। বৃহস্পতিবার মহারাষ্ট্রে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার। আর দিল্লিতে একদিনে সর্বোচ্চ ৪৭২ জনের করোনা ধরা পড়েছে।
দেশে এখনো ৫১ হাজার ৪০১ জন করোনা রোগী রয়েছে। মোট আক্রান্তের ৩৩ শতাংশ, ২৭ হাজার ৯২০ জন রোগী সেরে উঠেছে।


ঢাকা/ফাহিম


from Risingbd Bangla News https://ift.tt/3dPsnLs
via IFTTT

কোন মন্তব্য নেই: