তাজিকিস্তানে করোনাভাইরাসে প্রথম মৃত্যু - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ৩ মে, ২০২০

তাজিকিস্তানে করোনাভাইরাসে প্রথম মৃত্যু


নিউজ ডেস্ক
মহামারি করোনাভাইরাস সবশেষ যে দুটি দেশে ছড়িয়েছে তার একটি তাজিকিস্তান। দেশটিতে গেল বুধবার প্রথম করোনা রোগী সনাক্ত হয়। চারদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৬।
শনিবার (২ মে) দিন দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ জন। এদিন প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে করোনায় প্রথম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রী কোখির রাসুলজাদার সঙ্গে করোনা প্রতিরোধ কেন্দ্রের (সিপিসি) কর্মকর্তাদের এক সভায়ও।


করোনাভাইরাসের সংক্রমণ ‍রুখতে ৪ মে থেকে তাজিকিস্তানের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সেন্ট্রাল এশিয়ার পাহাড়ি দেশটির মোট জনসংখ্যা ৯১ লাখ।
মহামারি করোনাভাইরাসে বিশ্বের ২১২টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের ৩৪ লাখ ৭৯ হাজার ৫২১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ লাখ ৪৪ হাজার ৫৮১ জন। সেরে উঠেছে ১১ লাখ ৮ হাজার ২৩ জন।

ঢাকা/আমিনুল


from Risingbd Bangla News https://ift.tt/2xsubL0
via IFTTT

কোন মন্তব্য নেই: