নিম্ন আয়ের মানুষের জন্য ইন্দোনেশিয়ায় ‘চালের এটিএম’
আন্তর্জাতিক ডেস্কসাধারণ ক্যাশপয়েন্টের মতো লম্বা অটোমেটেড টেলার মেশিন (এটিএম), কিন্তু সেখান থেকে ব্যাংকনোটের বদলে বের হচ্ছে চাল! করোনাভাইরাস মহামারিতে নিম্ন আয়ের মানুষের জন্য ইন্দোনেশিয়া সরকার চালু করেছে ‘চালের এটিএম’।
খাবারের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, এমন মানুষই এই ভেন্ডিং মেশিন থেকে চাল পাবেন। ভালো মানের চালে পরিপূর্ণ মেশিনটি। চালাতে হয় ম্যাগনেটিক কার্ড দিয়ে। জাকার্তার সামরিক ক্যাম্পে চাল বণ্টন পর্যবেক্ষণ করা সামরিক কর্মকর্তা ইব্রাহিম বলেছেন, ‘প্রত্যেক দিন আমরা ১ হাজার বাসিন্দার জন্য দেড় টন (চাল) প্রস্তুত রাখি। প্রতিদিন আমরা নিরলস এই কাজ করে যাচ্ছি, এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও। আমরা থামবো না।’
প্রতিদিন একজন দেড় কেজি করে চাল পান। জাকার্তায় ও এর আশেপাশে এমন এটিএম আছে ১০টি। দিপকের সামরিক ক্যাম্পে চাল নিতে আসা ২৮ বছর বয়সী অন্তঃসত্ত্বা লিন্ডা সিয়াফরি বললেন, ‘গত সপ্তাহে আমার কোম্পানি আমাকে ছাঁটাই করেছে, আমার স্বামীকেও। যদিও এটা (চালের পরিমাণ) যথেষ্ট নয়, কিন্তু এই পরিস্থিতিতে এটা উপকারী।’
রাজধানীতে স্থাপন করা এই মেশিনগুলো থেকে দিনমজুর, বেকার এবং যাদের বাড়ি নেই এবং দারিদ্রসীমার নিচে অবস্থান করছে তারা চাল নিতে পারবে।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/2WLLsaP
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন