
চট্টগ্রামে সাংবাদিকসহ আরও ৭৫ জন করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদকশনিবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।
নতুন শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকায় ৫৪ জন ও উপজেলা পর্যায়ে ২১ জন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন জানান, চট্টগ্রামের ৩টি ল্যাবে ৫০৪টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের নমুনায় পজিটিভ পাওয়া গেছে। করোনা শনাক্তদের মধ্যে চট্টগ্রাম ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে ২২১টি নমুনা পরীক্ষায় ৩৩টি পজিটিভ। মহানগরসহ চট্টগ্রামে ২৮ জন হাটহাজারীতে চারজন, সীতাকুণ্ডে দুইজন, পটিয়ার তিনজন ও ভিন্ন জেলার পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হন।
চট্টগ্রাম ভেটেরেনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষায় ১২টি পজিটিভ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৮ জনের পজিটিভ রিপোর্ট আসে।
চট্টগ্রাম/রেজাউল/ইভা
from Risingbd Bangla News https://ift.tt/3czBnEq
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন