ব্রাহ্মণবাড়িয়ায় ৮১ জনকে আড়াই লাখ টাকা জরিমানা - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ১৭ মে, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় ৮১ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ৮১ জনকে আড়াই লাখ টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে না থেকে অহেতুক বাহিরে অবাধ চলাচল ও গণজমায়েত করা এবং অযথা স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখার দায়ে ৮১ মামলায় এই টাকা জরিমানা করা হয়। 
শনিবার (১৬ মে) সকাল থেকে রাত পর্যন্ত জেলার ৯টি উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ।
বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।
তিনি জানান, জনসাধারণকে সরকার ঘোষিত আইন মানার জন্যে বার বার বলা হয়েছে। এই আদেশ অমান্য করে অনেকেই বিনা কারণে বাইরে ঘুরে বেড়াচ্ছেন ও সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েতসহ ও দোকান খোলা রেখে ব্যবসা করছেন। এসময় কোনা সামাজিক দূরত্ব বার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
এসব বন্ধ করতে শনিবার দিনব্যাপী জেলার ৯টি উপজেলার ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় সংক্রামক রোগ আইন-২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় ৮১ ব্যক্তি ও প্রতিষ্ঠাকে মামলা করে ২ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেনাবাহিনী ও জেলা পুলিশের সদস্যরা এ কাজে সহযোগিতা করে।


কোন মন্তব্য নেই: