গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ৯ মে, ২০২০

গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত



গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক ব্যাংক কর্মকর্তাসহ ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অবশিষ্ট ১০ জনের মধ্যে কাশিয়ানী উপজেলায় দুই নারীসহ তিনজন, টুঙ্গিপাড়া উপজেলায় তিনজন, সদর উপজেলায় দুইজন, মুকসুদপুর উপজেলায় একজন, ও একজন ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।
শনিবার সকালে (৯ মে) গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৭ মে বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হয়। সেখান থেকে এক ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এই ছয়জনের মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই নারীসহ তিনজন, টুঙ্গিপাড়া উপজেলায় একজন, সদর উপজেলায় একজন ও মুকসুদপুর একজন রয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চারজনই ঢাকা থেকে গোপালগঞ্জ এসেছেন।
করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করার পাশাপশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে জেলায় ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্য ও একজন ডাক্তার, কাশিয়ানী উপজেলায় পাঁচজন, গোপালগঞ্জ সদর উপজেলায় আটজন, টুঙ্গিপাড়া উপজেলায় ১১ জন ও কোটালীপাড়া উপজেলায় এক নার্সসহ দুইজন রয়েছেন।

বাদল/ইভা


from Risingbd Bangla News https://ift.tt/2Wep3nq
via IFTTT

কোন মন্তব্য নেই: