১ জুনের মধ্যে এক লাখের বেশি আমেরিকানের মৃত্যু: সিডিসি - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ১৬ মে, ২০২০

১ জুনের মধ্যে এক লাখের বেশি আমেরিকানের মৃত্যু: সিডিসি



১ জুনের মধ্যে এক লাখের বেশি আমেরিকানের মৃত্যু: সিডিসি

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের থামার কোনো লক্ষণ নেই। ৮৭ হাজার ছাড়িয়েছে মৃত্যু। প্রতিদিনই আক্রান্ত আর মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পূর্বাভাস, ১ জুনের মধ্যে আমেরিকানদের মৃত্যু এক লাখ ছাড়িয়ে যাবে।
সিডিসির পরিচালক ডা রবার্ট রেডফিল্ড বলেছেন, এই পূর্বাভাস তারা পেয়েছেন ডিপার্টমেন্টের ফোরকাস্টিং মডেলের মাধ্যমে। তিনি টুইটারে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে সম্ভাব্য মৃত্যুর ১২টি ভিন্ন ফোরকাস্টিং মডেল যাচাই করেছে সিডিসি। ১১ মের তথ্য অনুযায়ী, সামনের সপ্তাহগুলোতে মৃত্যু বাড়ার আভাস পাওয়া গেছে এবং ১ জুনের মধ্যে মোট সংখ্যা (মৃত্যু) ১ লাখ ছাড়িয়ে যাবে।’
গত মঙ্গলবার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন মডেল সংশোধন করার পরই সিডিসি প্রধান টুইট করলেন। বিশ্ববিদ্যালয়ের পূর্বাভাস ৪ আগস্টের মধ্যে করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হবে ১ লাখ ৪৭ হাজার মানুষের।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছাড়িয়েছে ১৪ লাখ, আর মৃত্যুর সংখ্যা ৮৭ হাজার ৪৯৩।



ঢাকা/ফাহিম


from Risingbd Bangla News https://ift.tt/3635cuJ
via IFTTT

কোন মন্তব্য নেই: