করোনা যোদ্ধাদের ধন্যবাদ দিতে পুষ্পবৃষ্টি করবে ভারতীয় সেনা - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ২ মে, ২০২০

করোনা যোদ্ধাদের ধন্যবাদ দিতে পুষ্পবৃষ্টি করবে ভারতীয় সেনা

করোনা যোদ্ধাদের ধন্যবাদ দিতে পুষ্পবৃষ্টি করবে ভারতীয় সেনা

নিউজ ডেস্ক
করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানাতে ভারতের হাসপাতালগুলোতে পুষ্পবৃষ্টি করবে দেশটির সেনারা।  রোববার এ উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত করা হবে বিমানগুলো।
চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য করোনা-যোদ্ধাদের শ্রদ্ধা জানাতেই এমন করা হবে বলে শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

বিপিন রাওয়াত বলেন, ‘আমরা আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই প্রত্যেক করোনা যোদ্ধা এবং দেশের সমস্ত নাগরিককে। ৩ মে সেনাবাহিনীর তিন শাখার তরফ থেকে বিশেষ সম্মান প্রদর্শন করা হবে’।

তিনি আরও বলেন, ‘দেশ একত্রে সংঘবদ্ধ হয়েছে।  এই সংকট থেকে বেরিয়ে আসার সংকল্প দেখিয়েছে।  আমাদের দেশে, সবাই জানেন দেশের বিষয়ে সবাইকে সংঘবদ্ধ হতে হয়’।
এই বিশেষ সম্মান প্রদর্শনের অন্যতম হল বিমানবাহিনীর ‘ফ্লাই পাস্ট’। আকাশপথে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং উত্তর-পূর্বের আসম থেকে গুজরাতের কচ্ছ পর্যন্ত পাড়ি দেওয়া।  এদিকে নৌবাহিনী জাহাজগুলিকে আলোকসজ্জায় সজ্জিত করবে ভারতীয় উপকূলে—এমনটাই জানিয়েছেন জেনারেল বিপিন রাওয়াত।
হাসপাতালগুলোতে পাপড়ি ছেটানোর পাশাপাশি বেশিরভাগ হাসপাতালের বাইরে সেনাবাহিনীর সদস্যরা ব্যান্ড বাজাবেন।
সূত্র: এনডিটিভি

/সাইফ/



কোন মন্তব্য নেই: