শনিবার থেকে ২৫ টাকা কেজি ধরে পাওয়া যাবে পেঁয়াজ! - পূর্বকন্ঠ

শিরোনাম :

বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

শনিবার থেকে ২৫ টাকা কেজি ধরে পাওয়া যাবে পেঁয়াজ!

আগামী শনিবার (৯ মে) থেকে প্রতি কেজি পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রি করবে টিসিবি। আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে সচিবালয়ে করোনা পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যের গতি প্রবাহ নিয়ে ব্রিফিংকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নিত্যপণ্যের মজুদ সন্তোষজনক। এই মজুদ দিয়ে দেশের চার মাসের চাহিদা মেটানো যাবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, অন্যবারের তুলনায় টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির জন্য এবার ১০ গুণ বেশি মজুদ আছে। টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম মানা হবে না হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, অনেক অসাধু ডিলারকে জরিমানা করা হয়েছে। দোকানে স্বাস্থ্যবিধি না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।


from BD24Live.com https://ift.tt/3dsxp0f
via IFTTT

কোন মন্তব্য নেই: