
নাসিরনগরে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতামঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টায় নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তারিকুল ইসলাম সাদ্দাম নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন এলাকার করিম মিয়ার ছেলে। তিনি গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, ভোর রাতে পরিবারের সবার সাথে সেহরি খান সাদ্দাম। তার পর নিজ রুমে ঘুমাতে যান তিনি। মঙ্গলবার বিকেল পর্যন্ত ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’
ব্রাহ্মণবাড়িয়া/রুবেল/রফিক
from Risingbd Bangla News https://ift.tt/2T0wjBa
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন