
তুরস্কে ৭ সপ্তাহে প্রথমবার ঘরের বাইরে প্রবীণ নাগরিকরা
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের বিধিনিষেধ শিথিল হওয়ায় ৭ সপ্তাহে প্রথমবার নিজেদের বাড়ির বাইরে যাওয়ায় আর বাধা নেই তুরস্কের প্রবীণ নাগরিকদের। সোমবার কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানায়।
প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে ৬৫ বছর ও তার বেশি বয়সীরা। ২১ মার্চ থেকে শুরু হওয়া কারফিউতে তাদের ঘরে থাকাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিল তুর্কি সরকার। করোনা নিয়ন্ত্রণের পর রোববার থেকে চার ঘণ্টার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পেলেন দেশের প্রবীণ নাগরিকরা। এ সপ্তাহের শেষ দিকে ২০ বছরের কম বয়সীরাও একই সময়ের জন্য বাইরে যেতে পারবে।
ঘরের বাইরে বের হয়ে প্রাণবন্ত ৬৮ বছর বয়সী এমে তোপালোগলু, আঙ্কারার একটি পার্কে মেডিক্যাল মাস্ক পরে ঘুরছেন তিনি, ‘অনেক দিন পর ঘরের বাইরে বের হয়ে খুব ভালো লাগছে। যদিও আমি বাড়ির বারান্দায় বসে থাকতাম, কিন্তু ঘরের বাইরে হাঁটা তো একই রকম নয়।’
ঘরে থেকে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়ে ‘দারুণ সমর্থন’ দেওয়ায় প্রবীণদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা। বাইরে মাস্ক পরে থাকার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি।
তুরস্কে প্রাণঘাতী ভাইরাসে ১ লাখ ৩৭ হাজার ১১৫ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৩৯ জনের।
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/2zvY1ic
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন