অভিনেতা-পরিচালক রানা হামিদ আর নেই - পূর্বকন্ঠ

শিরোনাম :

রবিবার, ১০ মে, ২০২০

অভিনেতা-পরিচালক রানা হামিদ আর নেই

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা-পরিচালক রানা হামিদ। গতকাল শনিবার রাত ১১টায় রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। রানা হামিদ এক মেয়ে আদিজা হামিদ ও স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান বলেন, ‘কিছুদিন আগেই তার স্বাস্থের অবনতি ঘটেছিল। শনিবার তার অবস্থা খারাপ হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান। নিজ এলাকা নেত্রকোনায় তাকে সমাহিত করা হয়।’
বার্ধক্যজনিত রোগ ছাড়াও কিডনি ও পাকস্থলির সমস্যায় ভুগছিলেন বলে জানান পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কবিরুল রানা।
রানা হামিদের একমাত্র নাতি বাঁধন বলেন, ‘গতরাতে নানা ভাই স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন নানা ভাইয়ের পাশে ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। রাত ১১টায় নানা ভাই মৃত্যুবরণ করেন।’
রানা হামিদ একাধারে প্রযোজক পরিচালক, অভিনেতা এবং পরিবেশক ছিলেন। তার পরিচালিত, প্রযোজিত ও অভিনীত সিনেমার মধ্যে ‘বিলাত ফেরৎ মেয়ে’, (রানা হামিদ পরিচালিত, প্রযোজিত ও অভিনীত), ‘আমার দেশ আমার প্রেম’ (সোহানুর রহমান সোহান) এবং ‘সবার উপরে প্রেম’ (আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত)। এছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) পরিচালক (কারিগরি ও প্রকৌশলী) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। পাশাপাশি ২০০৯ সালে সেন্সর বোর্ডের সদস্য ছিলেন।


কোন মন্তব্য নেই: