ভিয়েতনামে ৯ দিনে প্রথম করোনা শনাক্ত - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ৪ মে, ২০২০

ভিয়েতনামে ৯ দিনে প্রথম করোনা শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক :করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ভিয়েতনাম গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত। প্রাণঘাতি ভাইরাসকে ঠেকাতে তাদের 


সাফল্য ঈর্ষণীয়। বিশ্ব যেখানে কোভিড-১৯ রোগে কাঁপছে, সেখানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কোনো মৃত্যু নেই। রোববার নতুন করে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৯ দিনে এটাই প্রথম করোনায় আক্রান্তের খবর।
ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন রোগী ব্রিটিশ তেল বিশেষজ্ঞ। দেশটিতে আসার পর থেকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তাকে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তাদের দেশে এপর্যন্ত ২৭১ জনের কোভিড-১৯ রোগ হয়েছে। মৃত্যু নেই একটিও।
করোনার সংক্রমণ ঠেকাতে সাড়ে ৩০ হাজারের বেশি মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৬১ হাজারটি।



ঢাকা/ফাহিম



কোন মন্তব্য নেই: