৩৫৫ পরিবারকে হাজার টাকা করে দিলেন আইনজীবী ইমতিয়াজ - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ২ মে, ২০২০

৩৫৫ পরিবারকে হাজার টাকা করে দিলেন আইনজীবী ইমতিয়াজ

৩৫৫ পরিবারকে হাজার টাকা করে দিলেন আইনজীবী ইমতিয়াজ

নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার ৩৫৫ অসহায় পরিবারের মাঝে নগদ ১ হাজার করে টাকা ও রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন  সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ।
শনিবার (২ মে) সকালে আইনজীবী ইমতিয়াজ আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘গতকাল করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ৩৫৫ পরিবারের মাঝে এক হাজার করে টাকা ও চিনি, ছোলা, ডাল, খেজুর বিতরণ করেছি। সামাজিক দায়বদ্ধতা থেকেই এটা করেছি।’


এর আগে, এই আইনজীবী পুরান ঢাকার অসহায় ১০০ পরিবারকে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বাসায় পৌঁছে দেন। পুরান ঢাকার নাজিরাবাজার, ওয়ারী, ছুড়িটোলা, বংশাল, লালবাগের ১০০টি পরিবারে মাঝে তিনি এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন। প্রত্যেক পরিবারের জন্য পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি আটা, আধা কেজি লবণ, আধা কেজি মুড়ি, একটি সাবান ও দুটি মাস্ক দেন।
ইমতিয়াজ আহমেদ বলেন, ‘লোকলজ্জার ভয়ে যারা না খেয়ে থাকবে, কিন্তু অন্যের সহযোগিতা চাইবে না, এমন কিছু পরিবারের বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। আমি পরিচিতদের মাধ্যমে  অসহায় পরিবার খুঁজে বের করি এবং খাদ্য সামগ্রী দিয়ে আসি। খুব দ্রুত দিনমজুর ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু করবো।’

ঢাকা/মেহেদী/ইভা


from Risingbd Bangla News https://ift.tt/3d8iOHe
via IFTTT

কোন মন্তব্য নেই: