যশোরের অভয়নগর উপজেলায় নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এক চরমপন্থিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত শেখ আতিয়ার রহমান ওরফে আতাই (৫৭) উপজেলার মোয়াল্লেমতলা এলাকার মৃত শেখ ইসমাইলের ছেলে।
সোমবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোয়াল্লেমতলায় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, কয়েকজন আতাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে আতাই মারা যায়।
পুলিশের ধারণা, চরমপন্থি নিশান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং আসামিদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।
যশোর জেলা এবং অভয়নগর থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রিটন/বকুল
from Risingbd Bangla News https://ift.tt/2YW54f8
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন