কক্সবাজার, ০৩ মে - কক্সবাজারের উখিয়ায় কাঁঠালের ভেতর ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইনানীর মাদারবনিয়া চেপটখালী এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মকবুল আহমেদের ছেলে রশিদ উল্লাহ (১৯) ও একই ক্যাম্পের মৃত ফজল আহমেদের ছেলে মোহাম্মদ রশিদ আহমেদ (২৩)। কোস্ট গার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বলেন, অভিনব পদ্ধতিতে কাঁঠালের ভেতর ইয়াবা বহন করে ঢাকায় পাচার করা হচ্ছে- এমন খবরে কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে কাঁঠালের ভেতর ছয় হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে মামলা দিয়ে আটকদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2We8LJO
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন