
ক্ষেতলালে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা
জয়পুরহাট প্রতিনিধিজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামে আনোয়ার হোসেন শামিম (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত ব্যবসায়ী ক্ষেতলাল উপজেলার সরাইল গ্রামের বাসিন্দা।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, আনোয়ার হোসেন শনিবার রাতে স্থানীয় মনঝার বাজারের তার নিজস্ব ওষুধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়ির অদূরে তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত ও গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় ক্ষেতলাল থানায় একটি মামলা করা হয়েছে।
শামীম কাদির/এসএম
from Risingbd Bangla News https://ift.tt/2Af5NO4
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন