সংক্রমণ আর মৃত্যু প্রতিদিন বাড়লেও লকডাউন প্রত্যাহার করতে গভর্নরদের প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো। দেশের অর্থনীতি ভেঙে পড়ার শঙ্কা তার মনে। প্রেসিডেন্টের জিম ও সেলুন খোলার বিরোধিতা করায় বিশেষ করে সাও পাউলোর গভর্নর জোয়াও দোরিয়া রোষের মুখে।
দোরিয়াকে ইঙ্গিত করে বোলসোনারো বলেছেন ‘একজন লোক সাও পাউলোর ভবিষ্যৎ নির্ধারণ করছেন। ব্রাজিলের অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করছেন। সম্মান রেখে বলছি, এটা গুরুতর ব্যাপার। ব্রাজিল ঝুঁকির মুখে।’
ঢাকা/ফাহিম
from Risingbd Bangla News https://ift.tt/2X11C03
via IFTTT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন