জিম-সেলুনকে ব্রাজিলে ‘অপরিহার্য’ সেবা ঘোষণা - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১২ মে, ২০২০

জিম-সেলুনকে ব্রাজিলে ‘অপরিহার্য’ সেবা ঘোষণা



জিম-সেলুনকে ব্রাজিলে ‘অপরিহার্য’ সেবা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:
ব্রাজিলে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। মৃত্যুর মিছিলও লম্বা হচ্ছে প্রতিদিন। এই সংকটময় পরিস্থিতিতে আরেকটি বিতর্কিত সিদ্ধান্তই নিলেন প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো। লকডাউনের মধ্যেই খোলা রাখতে জিমনেসিয়াম, হেয়ার ও বিউটি সেলুনকে ‘অপরিহার্য’ সেবা ঘোষণা করেছেন তিনি।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও ব্রাজিলজুড়ে প্রদেশ ও পৌর সরকারের লকডাউনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বোলসোনারো। সোমবার সরকারি বাসভবনের বাইরে তিনি বলেছেন, ‘জীবনকে কাজের সঙ্গে তাল মিলিয়ে চালাতে হবে। অর্থনীতি ছাড়া জীবন হয় না, চিকিৎসক নেই, হাসপাতালে সরবরাহ নেই।’

সোমবার একদিনে ব্রাজিলে নতুন আক্রান্ত সাড়ে ৫ হাজারের বেশি। মোট আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৩৩১ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯৬ জনের মৃত্যুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫১৯ জন।


ঢাকা/ফাহিম


from Risingbd Bangla News https://ift.tt/3bpd1fp
via IFTTT

কোন মন্তব্য নেই: